Ekattor Online Desk – SaifulWorld https://saifulworld.eu Travel your world Mon, 10 Mar 2025 17:35:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://saifulworld.eu/wp-content/uploads/2022/01/logo-up-90x90.png Ekattor Online Desk – SaifulWorld https://saifulworld.eu 32 32 201985010 ‘বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া’র সভাপতি মিজানুর, সম্পাদক ফেরদৌস https://saifulworld.eu/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b0/ Mon, 10 Mar 2025 17:35:02 +0000 https://saifulworld.eu/?p=3320 একাত্তর অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৫

প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া’।

নবগঠিত এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন ফেরদৌস আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফুজ্জামান।

এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। পাশাপাশি মো. সাইফুল ইসলামকে কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ কমিটি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এই কমিউনিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া প্রবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সংগঠন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ভবিষ্যতে এই সংগঠন প্রবাসীদের স্বার্থে নানা উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

অনলাইন থেকে পড়তে এখানে ক্লিক করুন

]]>
3320