Bangla Vision TV – SaifulWorld https://saifulworld.eu Travel your world Sun, 04 May 2025 15:56:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://saifulworld.eu/wp-content/uploads/2022/01/logo-up-90x90.png Bangla Vision TV – SaifulWorld https://saifulworld.eu 32 32 201985010 বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা https://saifulworld.eu/bangla-vision-news-040525/ Sun, 04 May 2025 15:50:01 +0000 https://saifulworld.eu/?p=3327 অনলাইন ডেস্ক | বাংলাভিশন

রোমানিয়ায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) বিকাল ২টায় শুরু হওয়া এ সভায় আনুষ্ঠানিকভাবে কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন-কমিউনিটির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরদার ও সহ-সভাপতি শাহিনুর ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আরেফ, সহসভাপতি জনাব রাসেল ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহসাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শরিফ, প্রচার সম্পাদক জনাব সুলায়মান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহরাজ হোসেন ইসাদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

সভায় অডিও কলে যুক্ত ছিলেন কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা বিদেশের মাটিতে থেকেও সবসময় একে-অপরের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব এবং ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে কাজ করব।”

এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন সিনিয়র সহসভাপতি আহমেদ আশিক চৌধুরী, যিনি সভার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
কমিউনিটির এই আয়োজনে খাবার-দাবারের বিশেষ ব্যবস্থাও ছিল, যা কার্যকরী টিমের আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।

বিভি/টিটি

https://www.bvnews24.com/various/news/176832

]]>
3327